দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৩০ মিনিট আংশিকভাবে বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে বেলগাছিয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে মেট্রো। অফিসে বেরিয়ে চরম হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। তবে আংশিকভাবে ডাউন লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল বলে খবর। গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।শেষ পাওয়া খবর অনুযায়ী, আধঘণ্টা পর ত্রুটি সারিয়ে রওনা দেয় মেট্রোটি। ততক্ষণে একের এর এক স্টেশনে ভিড় জমতে শুরু করেছে। পরিষেবা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মেট্রো ছাড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে রওনা দেওয়ার পর বেলগাছিয়া স্টেশনে ভিড়ে ঠাসা মেট্রোর সব যাত্রীকে নেমে যেতে বলা হয়। তারপর সেখানেই আধঘণ্টা দাঁড়ায়ে থাকে মেট্রোটি। ততক্ষণ গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। তবে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্টেশনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal