প্রসেনজিৎ ধর :- কাজাখস্তানে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভেঙে যায়। পাঁচ ক্রু সদস্যসহ বিমানটিতে ৬৭ জন ছিলেন। কাজাখস্তান সরকার স্পষ্ট করেছে যে ২৫ জন এই ঘটনায় বেঁচে গেছে এবং ৪২ বিমানটিতে রয়ে যায়। বিমানটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া যাচ্ছিল।বুধবার বড়দিনের উৎসবে যখন মাতোয়ারা গোটা বিশ্ব, সেই সময় কাজাখস্তানের আকতাউ-তে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটি ভেঙে পড়া মাত্রই আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় ধ্বংসাবশেষ। কাজাখস্তানের জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনায় ৪২ জন যাত্রী মারা গিয়েছেন। দুর্ঘটনার সময় বিমানটিতে সওয়ার ছিলেন পাঁচ বিমানকর্মী-সহ ৬৭ জন।
আজেরবাইজান এয়ারলাইন্সের Embraer 190 J2-8243 বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। ঘন কুয়াশার জেরে বিমানটি সমস্যায় পড়ে বলে জানা গিয়েছে। জরুরি অবতরণ করতে চেয়ে বার বার আর্জি জানায় কন্ট্রোল রুমে। মেশ কয়েক বার বিমানটি চক্কর কাটেও বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু একটা সময় পর আকাশ থেকে সটান মাটির দিকে নেমে আসতে থাকে। কিন্তু মাটি ছোঁয়া মাত্রই তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় বিমানের ধ্বংসাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।স্থানীয়রা জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর দাউদাউ করে আগুন জ্বলছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। তড়িঘড়ি উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছন। পৌঁছয় অ্যাম্বুল্যান্স। সেই সময় বিমানের ভেঙে পড়া পিছনের অংশ থেকে রক্তাক্ত অবস্থায় কয়েক জন বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তড়িঘড়ি ওই অংশের আগুন নেভানো হয়। তাঁদের উদ্ধার করা গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal