প্রসেনজিৎ ধর,কলকাতা :- প্রাথমিক সেমেস্টার নয়। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দিয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে না জানিয়ে পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে যাতে নতুন কোনও নিয়ম আরোপ করা না হয়, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আর এমন হবে না বলে পালটা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্রাথমিকের বাচ্চাদের ওপর এভাবে চাপ তৈরি করা যাবে না। সেমিস্টার পদ্ধতি চালুর যে ঘোষণা করা হচ্ছে তা বাতিল করতে হবে।এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও একহাত নেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।” ব্রাত্যকে বলতে শোনা যায়, “আমরা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করিনি। আপনি বললেই হবে।”মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বলেন, “বিজ্ঞপ্তি প্রকাশ করোনি মানে? তোমরা তো প্রেসমিটও করেছো। পাবলিকও জেনে গেছে।” এরপরই সেমিস্টার বাতিলের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর সাংবাদিক বৈঠক থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আপাতত প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে না।
Hindustan TV Bangla Bengali News Portal