Breaking News

‘আন্দোলন আপাতত স্থগিত করলাম, কিন্তু মনে রাখতে হবে..’,বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুরে রেল অবরোধ, মাঝপথ থেকেই হাওড়া ফিরল তারকেশ্বরগামী লোকাল!

দেবরীনা মণ্ডল সাহা :-পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের প্রথম দিন সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেল অবরোধ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। নেতৃত্বে রয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর আন্দোলন লোকালের যাত্রাপথ দীর্ঘ করে তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ার প্রতিবাদেই এই রেল অবরোধ বলে জানিয়েছেন তাঁরা।বছরের প্রথমদিনেই রেল অবরোধ। সিঙ্গুর আন্দোলন লোকালের রুট সম্প্রসারণের প্রতিবাদে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে রেল অবরোধে শামিল সিঙ্গুরবাসীরা। তাঁদের অভিযোগ, রুট সম্প্রসারণের নামে তুলে নেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল। যা মানতে তাঁরা রাজি নন। বিক্ষোভের জেরে এদিন সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে তারকেশ্বরগামী লোকাল ট্রেনটি। কয়েকদিন ধরেই সিঙ্গুর আন্দোলন লোকাল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছিল। রেলের দাবি, ট্রেনটির রুট সম্প্রসারণ করা হচ্ছে। সিঙ্গুরের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত চালানো হবে ট্রেনটিকে। এদিকে সিঙ্গুরবাসীর অভিযোগ, ট্রেনটি তুলে নিতে চাইছে রেল। কিন্তু এই ট্রেনের সঙ্গে জড়িয়ে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস। তাই ট্রেনটি তুলতে দিতে রাজি নন কেউ। এরই প্রতিবাদে বুধবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুরের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই রেল লাইনে দাঁড়িয়ে পড়েন সিঙ্গুরবাসীরা। নেতৃত্বে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাতেও লাভ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে ট্রেনটি। তবে আগামিকাল থেকে তারকেশ্বর পর্যন্তই যাবে বলে রেল সূত্রে খবর।গোটা ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মন্ত্রী বেচারাম। প্রসঙ্গত, সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর লোকাল ট্রেন চালু করেছিলেন। কিন্তু বুধবার থেকে আর থাকছে না এই সিঙ্গুর আন্দোলন লোকাল।বেচারাম মান্না বলেন, “পূর্বরেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিস দিয়ে জানানো হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরবাসীর জন্য সিঙ্গুর আন্দোলন লোকাল দিয়েছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বচ্ছন্দে যাতায়াত করতে পারতেন তাঁরা। পূর্বরেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *