Breaking News

৩০০-র বেশি মামলায় ৬৫ কোটির সাইবার দুর্নীতিতে যুক্ত যুবক গ্রেফতার কলকাতায়! ধৃত বারাসতের যুবক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিরাট অঙ্কের সাইবার দুর্নীতিতে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাঁশদ্রোণী এলাকার একটি জালিয়াতি মামলায় তাঁকে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই যুবক দেশের অন্তত ৩০০টি সাইবার মামলায় এবং সব মিলিয়ে ৬৫ কোটি টাকার দুর্নীতি চক্রে জড়িত বলে জানিয়েছে পুলিশ। একটি সাইবার জালিয়াতির মামলায় লালবাজারের গোয়েন্দারা উত্তর ২৪ পরগনার বারাসত থেকে তন্ময় পাল নামে এক যুবক গ্রেফতার করেন। সেই ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় পোর্টাল খতিয়ে দেখে এমনই তথ্য জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন, সারা দেশের অন্তত ৩০০ জনের কাছ থেকে সে প্রতারণা করেছে। এখন এই যুবকের কাছ থেকে টাকা উদ্ধার চেষ্টা করছেন গোয়েন্দারা।লালবাজার সূত্রে জানা গিয়েছে, মূলত শেয়ারে লগ্নির নাম করে সারা দেশের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এই পরিমাণ টাকা হাতিয়েছিল তন্ময় পাল। আর এই বিপুল প্রতারণার কারবার খুলে বসেছিল বারাসতের নিজের বাড়িতেই। এখন এই বিপুল টাকা সে কীভাবে সরিয়েছে? তদন্তকারীরা তা জানার চেষ্টা করছেন। এ বিষয়ে দেশের অন্যান্য শহর ও রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। যেহেতু তার বিরুদ্ধে অন্য রাজ্যেও প্রতারণার অভিযোগ রয়েছে তাই সেক্ষেত্রে অন্য রাজ্য বা শহরের পুলিশ তন্ময়কে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করা হচ্ছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, তন্ময় যে ৬৫ কোটি টাকার প্রতারণা করেছে তা গোয়েন্দারা জানতে পারেন,সারা দেশজুড়ে কাজ করা জেসিসিটি ম‌্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা জেএমাইএস পোর্টাল থেকে। প্রত্যেকটি শহর ও রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা এই পোর্টাল অ্যাক্সেস করতে পারেন। সাধারণত কোনও সাইবার অপরাধী পুলিশের হাতে ধরা পড়ার পর যে ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টগুলি সে ব‌্যবহার করেছে সেগুলির উপর নজর রাখা হয় এই পোর্টালের মাধ্যমে। এই পোর্টালে অ‌্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করলেই ওই অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য বেরিয়ে আসে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *