Breaking News

চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলার তদন্তে কলকাতায় হানা দিল ইডি!একযোগে শহরের ৫টি জায়গায় তল্লাশি অভিযান ইডির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলায় এবার কলকাতায় হানা দিল ইডি |বৃহস্পতিবার সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণি থানা এলাকা-সহ শহরের ৫টি জায়গায় চলছে তল্লাশি। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে’, তদন্তে নেমেছিল ইডি চেন্নাই জোন। সেই সূত্র ধরেই আজ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চলছে। সল্টলেকের PNB আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ইডি-র টিম। তাঁকে না পেয়ে এক যুবককে নিয়ে যাওয়া হয়েছে বাগুইআটির রঘুনাথপুরে সদানন্দর এক পরিচিতর বাড়িতে।বুধবার রাতেই চেন্নাই থেকে কলকাতায় আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক অফিসাররা। তারপর এদিন সকাল থেকেই শুরু হয় এই অভিযান। দেশজুড়ে একাধিক ডিজিটাল অ্যারেস্টের ঘটনা প্রকাশ্যে এসেছে বিগত কয়েক মাসে। কখনও ইডি অফিসার সেজে, আবার কখনও মুম্বই বা দিল্লি পুলিশ সেজে প্রতারণা করা হয়েছে। কয়েক হাজার থেকে লক্ষ-কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। এইসব ঘটনার তদন্তেই কলকাতায় এসে সল্টলেকের সদানন্দ ঝাঁ নামের এক ব্যবসায়ীর বাড়িতে গেছিলেন ইডি আধিকারিকরা। যদিও সেখানে তাঁকে পাওয়া যায়নি। ওই ব্যবসায়ীরই এক ঘনিষ্ঠকে নিয়ে বাগুইআটির একটি ফ্ল্যাটে গেছিল ইডি। অনলাইন প্রতারণাচক্রের হদিশ পাওয়ার পরই কলকাতায় এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করেছে চেন্নাইয়ের ইডির আধিকারিকরা। মনে করা হচ্ছে, ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা ঘটছে তার সঙ্গে এই ব্যবসায়ীর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *