প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ গড়ফায় অগ্নিদগ্ধ হয়ে ৬৫ বছরের বৃদ্ধার মৃত্যু। সোমবার মাঝরাতে গরফা অঞ্চলের ৭/৫ কালীতলা রোডে একটি বাড়িতে আচমকা আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়।অগ্নিদগ্ধ অবস্থায় বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ৬৫ বছরের বেবি মন্ডলকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল।পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে,রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ গড়ফা এলাকার কালীতলা রোডের ওই বাড়িতে আগুন আগে। শীতের রাতে এলাকার সকলেই তখন ঘুমিয়ে কাদা। আগুন লাগার ঘটনা জানাজানি হতেই ছড়ায় আতঙ্ক। দ্রুত খবর দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেবি মণ্ডল নামে মহিলা ওই বাড়িতে একাই ছিলেন। আগুন লাগার পরেও বাড়ির ভিতর থেকে তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়তে থাকে। গড়ফা থানার পুলিশও ঘটনাস্থলে যায়।রাত দুটোর পরে ওই আগুন নিয়ন্ত্রণে এলে দমকল বাহিনীর কর্মীরা ওই বাড়ির ভিতর ঢোকেন। একতলার ঘরের ভিতর থেকে বছর ৬৫-এর ওই মহিলাকে উদ্ধার করা হয়। দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগুনের ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছেন ওই মহিলা। প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। কিন্তু কীভাবে এই আগুন লাগল? সেই বিষয়টিই এখন তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।