প্রসেনজিৎ ধর, কলকাতা :- জোকা খালপোলের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। একের এর এক দাউদাউ করে জ্বলে ঝুপড়ি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে পাঁচটা। আচমকাই ডায়মন্ড হারবার রোডের পাশে জোকা খালপোলের কাছের একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে পাশের ঝুপড়িগুলো। দমকল আধিকারিকদের খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান। ঝুপড়িতে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়। ফলে তীব্রতা বাড়তে থাকে আগুনের। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান দমকল কর্মীরা। এদিকে হাইওয়ের পাশে অগ্নিকাণ্ডের জেরে ব্যহত হয় যান চলাচলও। যদিও এ দিন সন্ধ্যার আগুন লাগার ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি।কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুনের ভিতর থেকে তাঁরা বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকতে পারে। যদিও দমকলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।