প্রসেনজিৎ ধর, কলকাতা:- কলকাতার মহাত্মা গান্ধী রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। জখম আরও কয়েক জন পথচারী। শুক্রবার হাওড়াগামী একটি মিনিবাস রাস্তা ছেড়ে রেলিং ভেঙে উঠে পড়ে ফুটপাতে। সজোরে ধাক্কা মারে পথচারীদের। জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়।গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস। মৃত্যু বৃদ্ধার। গুরুতর জখম ৩ জনের মধ্যে এক শিশুও রয়েছে। বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিনিবাস প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে। তারপর ফুটপাথে উঠে বৃদ্ধাকে পিষে দেয়। মিনিবাসটিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল ওই যাত্রী ভর্তি বাসটি। মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ঘটে দুর্ঘটনা। ব্রেক ফেল করে বাসটি। বেঁকে গিয়ে ধাক্কা দেয় ফুটপাথে। সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ৪ মহিলা। বাসটি একেবারে পিষে দেয় তাঁদের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। খবর পেয়েই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় আহতদের পাঠানো হয় হাসপাতালে। সেখানেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি নতুন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে বাসটির যান্ত্রিক গোলযোগ আগে থেকেই ছিল কি না, বা গোলযোগ রয়েছে জানা সত্ত্বেও রাস্তায় নামানো হয়েছিল কি না, তা জানার চেষ্টায় তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বাসের চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসের গতি বেশি ছিল, না কি যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ ছাড়াও দুর্ঘটনাস্থল এবং তার আশপাশের সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।