দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় আবার হেলে পড়ল বহুতল বাড়ি। বাঘাযতীনের পর এবার ট্যাংরায় আজ বুধবার সকালে একটি নির্মীয়মাণ চারতলা ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডের এই হেলে পড়া বাড়ির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ। হেলে পড়া বহুতলের ছবিও তুলেছেন তাঁরা মোবাইল ক্যামেরায়। তবে এটি নির্মীয়মাণ বাড়ি হওয়ার জেরে সেখানে কেউ ছিলেন না। তাই হতাহতের ঘটনা ঘটেনি।জানা গিয়েছে, ক্রিস্টোফার রোডে দীর্ঘদিন ধরে কাজ চলছিল এই বহুতলটির। বাইরে প্রাথমিক কাজ শেষ হয়ে গেলেও ভিতরের কাজ বাকি ছিল বলেই খবর। এরই মাঝে বুধবার সকালে ভয়ংকর কাণ্ড! স্থানীয়রা দেখেন বহুতলটি একদিকে হেলে পড়েছে। বাঘাযতীনের ক্ষত টাটকা, ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পাশেই রয়েছে আরেকটি বহুতল, স্বাভাবিকভাবেই সেখানকার বাসিন্দারাও ভয়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরসভায়। কেন এই ঘটনা, কার গাফিলতিতে পুরোপুরি তৈরির আগেই বিপত্তি, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।অন্যদিকে দেখা যাচ্ছে, পাশের বহুতলটির একেবারে গা ঘেঁষে হেলে রয়েছে নির্মীয়মাণ বহুতলটি। সেখানে কোনও গ্যাপ নেই বললেই চলে। হেলে যাওয়া বাড়িটিতে রাজমিস্ত্রি যাঁরা কাজ করতেন তাঁরা থাকতেন। তবে তাঁরা অক্ষত আছেন। স্থানীয় সূত্রে খবর, ২০২৪ সালে এই ঝাঁ–চকচকে বহুতলটির নির্মাণকাজ শুরু করে একটি প্রোমোটিং সংস্থা। দ্রুতই তা বেড়ে উঠে বহুতল আবাসনে পরিণত হচ্ছিল। কিন্তু নির্মাণকাজ চলাকালীনই সেটা হেলে পড়ায় আতঙ্কিত হন বাসিন্দারা। এখানে কলকাতা পুরসভার কোনও শর্তেই মানা হয়নি বলে এখন অভিযোগ উঠছে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এখন তা খতিয়ে দেখছে। আগে কেন দেখল না? উঠছে প্রশ্ন।
Hindustan TV Bangla Bengali News Portal