Breaking News

ব্যস্ত সময়ে ফের মেট্রোয় বিভ্রাট ! পরপর মেট্রো বাতিল, দমদমে হুড়োহুড়িতে হুমড়ি খেয়ে পড়লেন মহিলা যাত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার ফের ব্যাহত হল মেট্রো চলাচল। দুপুরে পরপর কয়েকটি ট্রেন বাতিল হয়। স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায় একাধিক স্টেশনে। আর ভিড়ের চাপে দমদমে এক মহিলা জখম হয়েছেন বলেও খবর। সূত্রের খবর, দুপুর সাড়ে ১২টার কিছু পর থেকে অন্তত ৩টি মেট্রো আসেনি কবি সুভাষ-দমদম লাইনে। এদিকে মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ট্রেন বাতিল করা হয়েছে নাকি, অন্য কারণে পরিষেবা ব্যাহত হয়েছে, সেটাও স্পষ্ট নয়। যার কারণে আরও ক্ষোভ বাড়ে যাত্রীদের মধ্যে। মেট্রো সূত্রে খবর বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে একটি মেট্রো রওনা দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেট্রোটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। ফলে মেট্রো ফাঁকা করে দেওয়া হয়। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন্য একটি রেক ১২টা ৫০ মিনিটে রওনা দেয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা বন্ধ হয়নি। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন্যটি ছাড়ে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। তবে যাত্রীদের দাবি, পর পর তিনটি মেট্রো বাতিল হওয়ার পর একটি মেট্রো আসে দমদম স্টেশনে। ভিড় এতই বেশি ছিল যে, অনেক যাত্রীই ওই মেট্রোয় উঠতে পারেননি। দমদমে একটি মেট্রো ঢুকতেই তাতে ওঠার চেষ্টা করেন বেলঘরিয়ার বাসিন্দা পুতুল দে। সেই সময় পিছন থেকে অন্য যাত্রীরা ধাক্কা মারায় সঙ্গে সঙ্গে মেট্রোর ভিতরে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। তাঁর পায়ে চোট লাগে। যাত্রীদের দাবি, তিনটি মেট্রো বাতিল হওয়ার পর দুপুর ১টা ৩ মিনিটে দমদম স্টেশনে একটি মেট্রো আসে। স্টেশনে এতটাই ভিড় ছিল যে অনেকেই ওই ট্রেনে উঠতে পারেননি।যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি সামাল দিতে পরপর তিনটি মেট্রো চালানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *