প্রসেনজিৎ ধর:-এবার বন্ধ ঘর থেকে উদ্ধার হল মহিলার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্ক এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীকে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ| ভাড়া নেওয়ার পরদিনই ঘর থেকে উদ্ধার তরুণীর নলিকাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে ঘর। খবর পেয়েই দেহ উদ্ধার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন ডিসি সাউথ-ওয়েস্ট ও ফরেনসিক কর্তারা। রয়েছে পুলিশ কুকুর। শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গে থাকবেন বলেই তরুণী ঘর নিয়েছিলেন। তবে বুধবার একাই বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু একদিনের মধ্যে ঠিক কী ঘটল? নেপথ্যে কে বা কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত সপ্তাহের ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের একটি বাড়ি ভাড়া নেয় ওই তরুণী ও তার এক সঙ্গী। গত দু’দিন ধরে তাদের ঘরের দরজা বন্ধ ছিল। এদিন বাড়ির দরজা চুঁইয়ে রক্ত পড়তে দেখে পুলিশে খবর দেন বাড়ির মালিক।
পরে দরজা ভেঙে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত তরুণীর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তর মোবাইল সুইচড অফ। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘরের মেঝেতে পড়েছিল তরুণীর দেহ। পিছমোড়া করে বাঁধা দুটি হাত। মুখেও কাপড় বাঁধা। গলা কাটা। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের চিহ্ন। যা থেকে স্পষ্ট, তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু কী কারণে খুন, তা স্পষ্ট নয়।
Hindustan TV Bangla Bengali News Portal