নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় বুধবার শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার মৌখিকভাবে এ কথা জানিয়েছেন। এই মামলায় অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্ত— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। অভিযুক্তদের আইনজীবীরা সিবিআই-এর নথি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছে আদালত। স্পষ্ট বলা হয়েছে, বুধবারই চার্জ গঠন করতে হবে। আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যে আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে বলেছে। গত ২৮ জানুয়ারি হাইকোর্টে সিবিআই জানায়, বিচার প্রক্রিয়ার জন্য অভিযুক্তদের সম্মতি নেওয়া হয়েছে এবং রাজ্যের অনুমোদনও মিলেছে। সে কথা শুনেই হাই কোর্ট দ্রুত চার্জ গঠনের নির্দেশ দেয়।শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মতো বুধবার থেকেই চার্জ গঠনের শুনানি শুরু হচ্ছে। তার আগে মঙ্গলবার আলিপুর আদালতে মামলার শুনানিতে ফের এক নথি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন অভিযুক্তের আইনজীবীরা।
Hindustan TV Bangla Bengali News Portal