প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষকে কিছুটা স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিম্ন আদলতে এই মামলার শুনানি নিয়ে বাড়তি তাড়াহুড়ো করতে চায় না আদালত। এ ব্যাপারে অভিযুক্তের অধিকারের বিষয়টিকে স্বীকৃতি দেন বিচারপতি। ওদিকে হাইকোর্টের এই নির্দেশের ফলে দুর্নীতি মামলাতেও সন্দীপ ঘোষের জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকে চার্জগঠন এবং ‘ডিসচার্জ পিটিশন’ অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে মামলা করেছেন, তার জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফের এই মামলার শুনানি হবে। তবে বিচারপতি এও জানিয়েছেন, সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা দেখার দায়িত্ব উচ্চ আদালতের।এদিন আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, সিবিআই অভিযুক্তের বিরুদ্ধে ২০ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিট পড়ার সময়ও পাওয়া যায়নি। তার আগেই চার্জ গঠন করতে চাইছে তারা। এতে একজন অভিযুক্তের অধিকার লঙ্ঘিত হয়েছে। সন্দীপ ঘোষের আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি বাগচী বলেন, সন্দীপ ঘোষকে ডিসচার্জ পিটিশন দিতে ৭ দিন সময় দেওয়া হল। ডিসচার্জ পিটিশন জমা দেওয়ার আরও ৭ দিন পরে শুরু হবে আরজি কর দুর্নীতি মামলার বিচার।বৃহস্পতিবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। এদিন হাইকোর্টের নির্দেশের ফলে ১৫ দিনের মধ্যে তা আর সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে ফের রয়েছে এই মামলার শুনানি।
Hindustan TV Bangla Bengali News Portal