দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ছুটি নিয়ে বিবাদের জেরে রাগে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল সরকারি কর্মীর বিরুদ্ধে। আহত ৪ কর্মী। অভিযুক্তকে রাস্তায় রক্তাক্ত ছুরি নিয়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরী ভবন এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ |সূত্রের খবর, অফিসে ছুটি চেয়েও না পাওয়ায় ওই সরকারি কর্মী বচসায় জড়িয়ে পড়েন। সহকর্মীদের সঙ্গে ছুটি-বিবাদ নিয়ে সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে ছুরি দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। যার জেরে গুরুতর আহত হন ৪ জন। এখানেই শেষ নয়, রাস্তায় প্রকাশ্যে সেই রক্তাক্ত ছুরি নিয়ে যখন অভিযুক্ত হাঁটছিলেন, তখন পুলিশ এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদেরও ওই ব্যক্তি কোপ মারেন বলে জানা যাচ্ছে। ওই কর্মীকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধারালো অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। মনে করা হচ্ছে, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। ছুটি চাইলেও তা বাতিল হওয়ায় প্রতিহিংসা থেকেই ওই কর্মী এহেন কাজ করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কোথা থেকে তিনি ওই ছুরি পেলেন তাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অমিত সরকার জানিয়েছেন, ডিপার্টমেন্টের কয়েকজন মেডিক্যাল বিল আটকে রেখেছেন। তিন মাস কোনও রকম বেতন যাতে না পান তিনি সেই সমস্ত রকম ব্যবস্থা করেছেন ডিপার্টমেন্টের কয়েকজন। তাঁর অভিযোগ, “বাড়িতে বৃদ্ধা মায়ের চিকিৎসা চলছে সেই সংক্রান্ত বিলও আটকে রাখা হয়েছে। এর পরেই আমি এই সিদ্ধান্ত নিই কোনও বিচার না পেয়ে।”
Hindustan TV Bangla Bengali News Portal