দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকালে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেল সেন্ট্রাল অ্যাভিনিউ-এ |অভিযোগ, অস্ত্র দেখিয়ে নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুট করা হয়েছে একটি অভিজাত বাড়ি থেকে। নগদ টাকা ও বিপুল টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ বৃদ্ধার পরিচারিকা ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়তলার থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের প্রধান রাস্তার ওপরেই রয়েছে ৩২৬/এ অভিজাত বাড়ি। শুক্রবার সকালে সেই বাড়িতেই ঢোকে দুই দুষ্কৃতী। বাড়ির পরিচারিকা সন্ধ্যা দাস পুলিশকে জানান, নীচে থেকে কলিং বেল বাজাতে তাঁরা রিমোর্ট কন্ট্রোলে দরজা খুলে দেন। এরপরই ধারাল অস্ত্র নিয়ে দো-তলা হাজির হয় দুই দুষ্কৃতী।বাড়ির মালকিন ৬৬ বছরের মধুরিমা মৈত্রর মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুঠ করে বলে অভিযোগ। গোটা ঘটনায় একাধিক ধন্দ দেখতে পাচ্ছেন তদন্তকারীরা। ওই বাড়িতে মধুরিমাদেবীর সঙ্গে ছিলেন একজন পরিচারিকা ও একজন কেয়ারটেকার। কেন বহিরাগতকে না দেখে প্রধান দরজা খুলে দেওয়া হল? তবে কি ঘটনার সঙ্গে বাড়ির কেয়ারটেকার বা পরিচারিকাও জড়িত? তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশকে ওই পরিচারিকা জানিয়েছেন, কেয়ারটেকারের জল শেষ হয়ে গিয়েছিল। তিনি জল ভরতে ভিতরে ঢুকছিলেন। তখনই এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। প্রৌঢ়াকে ভয় দেখিয়ে লুঠপাঠ চালানো হয়। ঘটনায় এক বা একাধিক কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধার পরিচারিকা জানান, “কেয়ারটেকার আমাকে বলে জল খাবো। আমি নিচে না এসে রিমোটের সাহায্যে গেট খুলি। তারপর ঘুমিয়ে পড়ি। আমি আর কিছু জানি না।”ঘটনায় কি কেয়ারটেকার ও পরিচারিকা বা পরিচিত অন্য কেউ যুক্ত? দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খাস কলকাতায় এই ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে |
Hindustan TV Bangla Bengali News Portal