প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার, ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে অ্যাপ ক্যাব পরিষেবা। সিটু পরিচালিত ওলা-উবের অপারেটর্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন এই প্রতিবাদী ধর্মঘটের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলবে না ওলা, উবের, ইনড্রাইভ, র্যাপিডো-এর মতো জনপ্রিয় অ্যাপ ক্যাব পরিষেবা |গত কয়েক বছর ধরে তেলের দামবৃদ্ধির পাশাপাশি বাজার অর্থনীতিতে একাধিক বদল ঘটেছে। অথচ সরকার তার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি কিংবা অন্যান্য সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা দেয়নি বলে অভিযোগ। বারবার এনিয়ে পরিবহণ দপ্তরে দরবার করেছে সিটু পরিচালিত অ্যাপ ক্যাব ইউনিয়ন। কিন্তু সাড়া মেলেনি।সিটু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের তরফে সহ সম্পাদক সোহাগ খানের অভিযোগ, ”রাজ্য সরকার আমাদের চালকদের জন্য নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দিচ্ছে না। অথচ তেলের দাম যা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পথে অ্যাপ ক্যাব নামানো কঠিন হয়ে যাচ্ছে। ২০ তারিখ আমরা সবাই বৈঠকে বসেছিলাম। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৭ তারিখ অফলাইন স্ট্রাইকের ডাক দিয়েছি। অর্থাৎ আমাদের তত্বাবধানে যে ওলা, উবের, ইনড্রাইভ, র্যাপিডোর মতো অ্যাপ ক্যাবগুলিকে রাস্তায় নামাতে বারণ করেছি। ওই ১২ ঘণ্টা রাস্তায় অ্যাপ ক্যাব চলবে না।”এই ধর্মঘটের মাধ্যমে অ্যাপ ক্যাব চালকদের একাধিক দাবি তুলে ধরা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধির সাথে সাথে রাস্তায় চলমান অ্যাপ ক্যাবগুলোর ভাড়া যথাযথভাবে বৃদ্ধি করা প্রয়োজন, পাশাপাশি পরিকাঠামোর উন্নতি ও নিরাপত্তা বিষয়ে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসা উচিত।
Hindustan TV Bangla Bengali News Portal