Breaking News

অভয়া কাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ সিবিআইয়ের!এখনই ফেরত দেওয়া যাবে না টালা থানার প্রাক্তন ওসির সিম কার্ড, আদালতে জানাল সিবিআই

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর মামলার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে শিয়ালদহ আদালতে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই । সেই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়েছে, বাজেয়াপ্ত করা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড তাঁরা এখনই ফেরত দেবে না। সিবিআই বলছে, মামলার তদন্তে ওই সিম কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সেটা এখনই ফেরত দেওয়া যাবে না। আসলে অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের কি কথা হয়েছে সেটা জানতে চায় সিবিআই। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। আর তার পরই টালা থানার প্রাক্তন ওসির সিম কার্ড বাজেয়াপ্ত করে সিবিআই। সেটা এখনও ফেরত দেওয়া হয়নি। অভিজিৎ জামিনে মুক্ত হয়ে সিম কার্ড ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। এবার যখন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিল সিবিআই তখন ওই সিম কার্ড তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তাঁরা। তাই এখন সেটা ফেরত দেওয়া যাবে না।এদিন আদালতে অভয়ার বাবা বলেন, “৭মাস ধরে সিবিআই তদন্ত চলছে। কলকাতা পুলিশ ৫ দিন তদন্ত করছে। সেই সময় আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সিবিআইয়ের লোক কোথায় আছে আমরা কিছুই জানি না। আজ পর্যন্ত ৭ মাসে কী তদন্ত হয়েছে সেটাও জানি না। এমনকী মামলার শুরুর দিকে আমাদের জানানোই হয়নি। আদালতের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। গত ১০ই নভেম্বর তদন্তকারী অধিকারিক সমন দিতে এসেছিলেন। সই করে আমরা সেই সমন নিয়েছি। কিন্তু এই সংক্রান্ত কোনও রিপোর্ট আমাদের জানানো হয়নি। নিম্ন আদালতে ট্রায়াল চলছে, আমাদের সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *