Breaking News

দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত রাতে মেট্রো বাড়ানোর দাবিতে জনস্বার্থ মামলায় কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার যাতায়াতের অন‍্যতম ভরসা মেট্রো। এবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯.৪০ পর মেট্রো সংখ্যা বাড়ানোর দাবিতে করা জনস্বার্থ মামলায় নির্দেশ বড় দিল কলকাতা হাইকোর্ট। সাধারণ মানুষের কথা ভেবে মেট্টো কতৃপক্ষকে বিষয়টির বিবেচনা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।আবেদনকারীর দাবি, রাত ৯টা ৪০ মিনিটের পর এক ঘন্টায় দুটি মেট্রো চালানো হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছতে বেশ সমস্যার মুখে পড়েন যাত্রীরা। সেই সময়ে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি করা হয়েছে। কমপক্ষে চারটি মেট্রো চালানোর দাবি জানিয়েছেন আবেদনকারীরা। কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর দাবি, সিগন্যালিংয়ে কর্মরত কর্মীদের শিফট, মেট্রো কোচের সংখ্যা ও পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের শিফটিংয়ের সমস্যায় ওই দাবি মানা সম্ভব নয়। একথা শোনার পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম হস্তক্ষেপই করতে চাননি। তাঁর পর্যবেক্ষণ, এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ শেষ সিদ্ধান্ত নেবে। তবে বিচারপতির আরও পর্যবেক্ষণ, যাত্রীদের কথা ভেবে মেট্রোকে বিষয়টি বিবেচনা করতে হবে।এ প্রসঙ্গে, কেন্দ্রের আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, সিগনালিং ব্যবস্থায় কর্মরত কর্মীদের শিফটিং, মেট্রো কোচের সংখ্যা এবং পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের শিফটিং এর সমস্যার জেরেই মেট্রো মামলার আবেদন মেনে বাড়ানো সম্ভব নয়। সারাদিনের পরিষেবাকে সঠিক ভাবে চালু রাখতে মেট্রোর এই ব‍্যবস্থা।যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস ডিভিশন বেঞ্চের নির্দেশ, যাত্রী সাধারণের কথা ভেবে বিষয়টি বিবেচনা করুক মেট্রো কতৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *