প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল। আবেদন জানানো হয়, যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে এই মামলাটি আগামী বৃহস্পতিবার শোনা হোক। সোমবার বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলা করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়।মামলার অনুমতি চেয়ে জানানো হয়েছে, ওই দিনের ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে দু’টি করেছে পুলিশ। বাকি পাঁচটি করেছে শাসকদল তৃণমূলের বিভিন্ন সংগঠন ৷ তবে বামছাত্র সংগঠনের তরফে কোনও অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। উল্টে এখন তাদের মেসগুলিতে তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে । আতঙ্ক ছড়ানো হচ্ছে ৷প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যাদবপুরের ঘটনা নিয়ে মামলা দায়ের করার আবেদন জানানো হয় ৷ বিচারপতির বেঞ্চ বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছেন।অন্যদিকে, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দত্তের ডিভিশন বেঞ্চে যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে এই মামলাটি আগামী বৃহস্পতিবার শোনার আবেদন করা হয়। আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি।অন্য এক আইনজীবী শুভম দাস। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দাবিতে মামলা দায়েরের আবেদন করেন। আবেদন মূলত, ১) যাদবপুরের ছাত্রদের নিরাপত্তা ব্যবস্থা করা হোক। ২) মেডিকেল কলেজগুলির মত যাদবপুরেও পুলিশ আউট পোস্ট করা হোক। ৩) ভাইস চ্যান্সেলর ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ৪) সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের প্রাক্তন কোনও বিচারপতিকে দিয়ে যাদবপুরের একটি কমিটি গঠন করা হোক। ৫) সিআইএসএফ বা অস্ত্রধারী পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হোক।মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বক্তব্য, ‘আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নই।’
