দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতায় আবার রহস্যমৃত্যুর ঘটনা ঘটল।বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধা ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আজ, বুধবার ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। আর কালো ধোঁয়া বের হচ্ছিল। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তখন বাইরে থেকে দরজায় তালা দেওয়া ছিল। এই খবর পেয়ে পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ওই বৃদ্ধার ছেলের এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মালবিকা মৈত্র (৭২)। প্রতিবেশীরা জানাচ্ছেন, সাড়ে বারোটা নাগাদ ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। তারপরই তাঁরা থানায় খবর দেন। তার আগে ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে আগুন আয়ত্তে আসছিল না। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। কারণ ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা ঝোলানো ছিল। শুধুমাত্র বৃদ্ধার যে খাটে শুয়েছিল, সেই খাটই জ্বলছিল। বৃদ্ধার মুখে বালিশ চাপা ছিল। জানা যাচ্ছে, বৃদ্ধা ছেলে অভিষেক মৈত্রের সঙ্গে বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ছেলে বেসরকারি ব্যাঙ্কে কর্মরত। তার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে খবর।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধার ছেলে অভিজিতের ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ। তবে তাঁর ফোন নট রিচেবল ছিল। তাই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাড়ির বাইরে থেকে দরজায় তালা এবং ছেলের ফোন নট রিচেবল থাকাকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে বৃদ্ধাকে। জীবন্ত তাঁকে আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে বলেও সন্দেহ তদন্তকারীরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় বৃদ্ধার ছেলে সন্দেহের ঊর্ধ্বে নন বলেই দাবি পুলিশের।
Hindustan TV Bangla Bengali News Portal