Breaking News

খতিয়ে দেখা হচ্ছে তিন জনের কল ডিটেলস,সিবিআইয়ের নজরে কারা?আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই । সেই রিপোর্ট দিয়ে তাঁরা জানিয়েছে, নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল ডিটেইলস জোগাড় করা হয়েছে। তবে এরা কোন তিনজন, তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।সূত্রের খবর, সেস্টাস রিপোর্টে সিবিআই আদালতে জানিয়েছে, এই মুহূর্তে তিনজনের ফোন কল ডিটেলস তাঁদের নজরে রয়েছে৷ সেই তিনজনের সিডিআর এবং কল ডিটেলস পরীক্ষা করে দেখা হচ্ছে৷ এছাড়া, সম্প্রতি ২৪ জনের নতুন করে বয়ান রেকর্ড করা হয়েছে বলেও তিন পাতার স্টেটাস রিপোর্টে জানিয়েছেন তাঁরা৷
তথ‍্য প্রমাণ লোপাট সহ বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে৷ সেই ঘটনারই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিনের স্টেটাস রিপোর্টে সিবিআই-এর তরফে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনে আরজি কর হাসপাতাল থেকে আরও কিছু ক্লোজ সার্কিট ক‍্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ আগেও তদন্তের খাতিৃরে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এখন আবারও নতুন করে ২৪ জনের বয়ান নেওয়া হয়েছে।আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড ঘোষণার পরই সিবিআই জানিয়েছিল মামলার তদন্ত তারা চালিয়ে যাবে। মামলার অগ্রগতি কতটা হয়েছে তা জানতে চায় আদালত। সেই মতো এদিন রিপোর্ট জমা দিল সিবিআই। এই স্টেটাস রিপোর্টে মূলত তিনটি বিষয় উঠে এসেছে। এক) নতুন করে তিনজনের নাম, যাঁদের কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে। দুই) নার্স, পুলিশকর্মী মিলিয়ে ২৪ জনের নতুন করে বয়ান রেকর্ড। তিন) এই মামলায় জামিন পাওয়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি কোনওভাবে ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *