দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সময়ের আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে৷ আর ৪ দিন পরেই তাঁর অবসর৷ তার আগেই তাঁকে উপাচার্যের পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হল রাজভবনের তরফে৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই রেজিস্ট্রারের কাছে এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।ভাস্কর গুপ্তের ‘প্রফেসরশিপ’-এর মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ মার্চ। তার আগেই ভাস্কর গুপ্তকে অব্যাহতি দেওয়া হল। ক’দিন আগেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ চেয়ে চিঠি পাঠানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন ‘জুটা’ সেই চিঠিতে উল্লেখ করে যে, স্থায়ী উপাচার্য নিয়োগ না করা হলে বিশ্ববিদ্যালয়ে আইনি অচলাবস্থা তৈরি হতে পারে। রাজভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘২০২৪ সালের ২৪ এপ্রিল থেকে অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।’’ভাস্কর গুপ্ত অবশ্য জানিয়েছেন, চাকরি জীবনের বাকি তিন দিন তিনি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে কাজ করবেন। তিনি বলেন, ‘‘২০২৪ সালের ২২ এপ্রিল থেকে আমি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিয়েছিলাম। চার দিন আগে এই চিঠি দেওয়া হল। ৩১ তারিখ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকব। আমি যত দিন উপাচার্যের দায়িত্বে ছিলাম, যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছি।’’
