Breaking News

শহরের বুকে এক টুকরো সুন্দরবন!চারদিন মহা-সুযোগ,কলকাতায় নিখরচায় ট্রাম যাত্রা, চলবে কোন রুটে?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ থেকে চারদিন বিনামূল্যে ট্রামে ভ্রমণের সুযোগ শহরবাসীর জন্য।সুন্দরবনের নানা আঙ্গিকে সাজানো হয়েছে ট্রাম। কলকাতার রাস্তায় ঘুরবে এই ট্রাম। একেবারে বিনাপয়সায় এই ট্রামে চড়া যাবে। কোনও পয়সা লাগবে না। এই ট্রামের মধ্যে সুন্দরবনের নানা দিক সম্পর্কে জানা যাবে। সুন্দরবনের লোককথা, সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার লোকগান এই ট্রামে উঠলেই জানা যাবে। আসলে সুন্দরবন সম্পর্কে শহর কলকাতার মানুষের আকর্ষণ আরও বৃদ্ধির জন্য এই উদ্যোগ |ট্রামযাত্রার মাধ্যমে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন রক্ষার বার্তা দিতে শহরে আসছেন বিভিন্ন দেশ থেকে ট্রামপ্রেমীরা। আজ থেকে ৩১ মার্চ এই চারদিন ব্যাপী শহরে হতে চলেছে অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছে ‘সুন্দরবন ট্রামযাত্রা’। একটি সুসজ্জিত ট্রাম সুন্দরবনের প্রাণশক্তিকে কলকাতায় নিয়ে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়াহাট-এসপ্ল্যানেড-শ্যামবা জার রুটে বিশেষ ওই ট্রামটিতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন শহরের মানুষ।তবে শুধু পর্যটনের বার্তা নিয়ে নয়, এই ট্রামযাত্রার মাধ্য়মে সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর ডাকও দেওয়া হচ্ছে। ৩১শে মার্চ পর্যন্ত চলবে এই ট্রাম যাত্রা।দেশ বিদেশ থেকে ট্রাম প্রেমী মানুষজন আসবেন এই ট্রামযাত্রায়। মেলবোনের ট্রাম কন্ডাক্টর আসছেন। আসছেন অস্ট্রেলিয়া থেকে প্রতিনিধি দল। নোনাপুকুর ট্রাম ডিপোতে এই ট্রামটিকে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতা ও মেলবোর্নের মধ্যে আরও সমণ্বয় বৃদ্ধির অন্যতম মাধ্যমে হবে এই ট্রামযাত্রা। সুন্দরবনের সবুজকে রক্ষা করা, সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করার ডাক দেওয়া হবে এই ট্রামযাত্রার মাধ্যমে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *