Breaking News

শিশু পাচার চক্রের হদিশ উত্তরপাড়ায়!মুম্বই পুলিশের হাতে গ্রেফতার মহিলা চিকিৎসক

প্রসেনজিৎ ধর,হুগলি:- হুগলিতে আন্তঃরাষ্ট্রীয় শিশু পাচার চক্রের হদিশ। মহিলা ডাক্তারের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ। শুক্রবার শিশু পাচারের অভিযোগে উত্তরপাড়া থেকে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্ত মহিলার হেফাজতে থাকা দুই শিশুকে উদ্ধার করেছেন তদন্তকারীরা।একজন মহিলা ডাক্তার কীভাবে শিশু পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তা নিয়েই তাজ্জব এলাকাবাসী।ধৃতের থেকে দুই শিশুকে উদ্ধার করেছেন তদন্তকারীরা। শনিবার অভিযুক্ত চিকিৎসককে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হবে।উত্তরপাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। তিনি জ্ঞানেন্দ্র এভিনিউ এলাকার বাসিন্দা। মৌসুমী ওড়িশার একটি হাসপাতালে দাঁতের চিকিৎসক হিসাবে কর্মরত বলে দাবি করেছেন। কয়েকদিন আগে, মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার পুলিশ শিশু পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে উত্তরপাড়ার এই মহিলা চিকিৎসকের নাম। এরপরই মুম্বই পুলিশের চার সদস্যের দল মৌসুমীর খোঁজে বৃহস্পতিবার রাজ্যে এসে পৌঁছয়।শুক্রবার উত্তরপাড়া পুলিশের সাহায্য নিয়ে জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ থেকে এই চিকিৎসক মহিলাকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে পাঁচ বছর বয়সি ও দু’বছর বয়সি দুটি শিশুকে উদ্ধার করে পুলিশ। ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নেয় মুম্বই পুলিশ। শনিবার ভোরে তাকে মুম্বই নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।উত্তরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের একটি দল শিশু পাচার মামলায় তল্লাশি অভিযান চালানো হবে বলে রিকুইজিশন দেয়। তারপর অভিযান চালানো হয়। এই ঘটনার পর ফের নতুন করে প্রশ্ন উঠছে তাহলে, দেশজুড়ে শিশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে?সেই পাচারে কি বঙ্গের যোগ রয়েছে? এই অপরাধের সঙ্গে কোনও হাসপাতাল যুক্ত আছে নাকি উঠছে সেই প্রশ্নও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *