প্রসেনজিৎ ধর, কলকাতা :- বান্ধবীকে ইভটিজ়িং, প্রতিবাদ করায় খুন হতে হলো এক যুবককে। বুধবার রাতে নিউ টাউনের গৌরাঙ্গনগরে এই ঘটনা ঘটে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। মৃত ওই যুবকের নাম সঙ্কেত চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রায় দেড় বছর ধরে বান্ধবীর সঙ্গে গৌরাঙ্গনগরে লিভ-ইন করছিলেন সংকেত।বুধবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায়। সূত্রের খবর, মৃতের নাম সংকেত চট্টোপাধ্যায়। তিনি পেশায় একজন আইটি কর্মী। গৌরাঙ্গনগর এলাকায় প্রেমিকার সঙ্গেই থাকতেন তিনি। বুধবার রাতে কোনও কারণে তাঁদের মধ্যে বচসা বাঁধে। রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ, সেই সময় রাস্তায় একদল দুষ্কৃতী তাঁকে হেনস্তা করে। এরই প্রতিবাদ করেন সংকেত। এরপরই দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবক। তখনই দুষ্কৃতীরা বাঁশ নিয়ে তাঁর উপর চড়াও হয় এবং সংকেতকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তরুণীর চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষজন। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। সংকেতকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংকেতের বোন জানান, দাদার বান্ধবীর দিকেও ইট ছোড়া হয়। এর পরই তিনি দাদাকে ফোন করে ডাকেন। সঙ্কেত এলে মারধর করা হয় তাঁকে। ফোন পেয়ে আসেন পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal