Breaking News

কবে মাধ্যমিকের ফলাফল?দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ,কোন কোন ওয়েবসাইটে দেখবেন ফল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ‍্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ‍্য শিক্ষা পর্ষদ। আগামী ২ রা মে, শুক্রবার ফল প্রকাশ মাধ‍্যমিকের। ওইদিন সকালে ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড। মধ‍্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ‍্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। এবার পরীক্ষার ৭০ দিনের মাথায় পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। যা গত বছরের তুলনায় কমপক্ষে ৬২ হাজারেরও বেশি। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৮৩। টুকলি রুখতে এবছর একাধিক কড়া পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ।

প্রতি বছরের মতো এবারও পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফল। এছাড়া সংবাদ প্রতিদিন-সহ একাধিক ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। সেগুলি হল:

*https://www.result.wbbdedata.com

www.indiaresults.com

www.results.shiksha
fastresult.in*

বেশ কয়েকটি মোবাইল অ্যাপেও জানা যাবে ফলাফল। সেগুলি হল:
*http://iresults.net/wbbse-app
fastresult.in
www.results.shiksha
www.edutips.in*

মেসেজের মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা।
স্কুলগুলি তাদের মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করতে পারবেন ওই দিনই ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *