প্রসেনজিৎ ধর, কলকাতা :-টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগ | সেই মামলার তদন্তে নেমে শহরের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে নিউ টাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। মঙ্গলবার সকালে নিউটাউন, বালিগঞ্জ, পার্ক সার্কাস-সহ মোট চার-পাঁচটি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ইডি সূত্রে জানা গেছে, অনাবাসী ভারতীয়দের (NRI) জন্য সংরক্ষিত মেডিক্যাল কলেজের আসন মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, ভুয়ো নথি বানিয়ে বেআইনিভাবে ভর্তি করানো হতো ছাত্রছাত্রীদের। এই দুর্নীতির জাল ছড়িয়েছে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ ও কোচিং সেন্টার পর্যন্ত।লেক মার্কেট সংলগ্ন বসন্ত রায় রোড-এখানে কেপিসি মেডিক্যাল কলেজে কর্মরত ইন্দ্রানী ঘোষের ফ্ল্যাটে তল্লাশি হয়। নিউটাউনের সিই ব্লকের ২৮ নম্বর বাড়িতে হানা দেয় ইডি। এখানে থাকেন সৌরভ সাহা নামের এক ব্যক্তি, যিনি “এডুকেশন ওয়ার্ল্ড কোচিং সেন্টার” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো সার্টিফিকেট তৈরি করে মেডিক্যালে ভর্তি করাতেন অর্থের বিনিময়ে। এই অভিযানের ফলে এনআরআই কোটায় দুর্নীতির পর্দাফাঁসের সম্ভাবনা আরও বাড়ছে। ইডি-র পক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই চক্র চালিয়ে আসছিলেন। তদন্তকারী সংস্থা এখন বিপুল পরিমাণ নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal