প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এজেসি বোস রোডের অফিস বিল্ডিং জ্বলে উঠল দাউদাউ করে। শনিবার দুপুর তিনটে নাগাদ মিন্টো পার্কের কাছে ওই বহুতলটি থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন পথচারীরা। দেখা যায়, ৬ তলার এসি থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে যুদ্ধকালীন তৎপরতায়।জানা গিয়েছে, শনিবার দুপুরে বেকবাগান এলাকার এজেসি বোস রোডের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ওই বহুতলের পাঁচতলার একটি ঘর থেকেই আগুন ছড়ায়। ওই বহুতলে বেশ কয়েকটি অফিস ছিল। সেগুলির মধ্যেই একটিতে দুর্ঘটনা। ওই অফিসের একাধিক এসি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। দুপুর ২টো ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর যায় দমকলের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় একের পর এক দমকলের ইঞ্জিন। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় যানজট মুক্ত হয় ওই এলাকা।দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এসিতে আগুন লাগায় তা এতটা ভয়াবহ আকার নেয়। যদিও শনিবার অফিস ছুটি থাকায় প্রাণহানি এবং বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। এসিগুলির ক্ষতি হয়েছে। বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
Hindustan TV Bangla Bengali News Portal