প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল আগেই বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট | এবার ওই সংক্রান্ত একটি মামলার শুননািতে আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, “যারা ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তাঁদের অযোগ্য হিসেবেই গণ্য করা হবে।” বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ |যোগ্য শিক্ষকদের মতো তাঁদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা এবং এসএসসি’র নতুন পরীক্ষায় অংশ নিতে দেওয়ার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রায় ৮৭ জন চাকরিহারা অযোগ্য শিক্ষক ৷ এই চাকরিহারা শিক্ষকরা ব়্যাঙ্ক জাম্প করে শিক্ষকের চাকরি পেয়েছিলেন ৷ ব়্যাঙ্ক জাম্পের অর্থ যাঁরা মেধাতালিকায় পিছিয়ে থেকেও যোগ্য শিক্ষকদের টপকে চাকরি পেয়েছেন ৷ বুধবার এই অযোগ্য চাকরিহারা শিক্ষকদের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ আজ নির্দেশে জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা যথাযথ ৷ সেই নির্দেশে হস্তক্ষেপ করা হবে না ৷ স্বাভাবিকভাবে এই নির্দেশে হতাশ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা| ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় নিয়ে দায়ের হওয়া দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এসএসসি যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত না করতে পারার ফলেই আস্ত প্যানেল বাতিল করা হল। একই সঙ্গে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। আদালত জানিয়েছিল, যারা অযোগ্য হিসেবে ইতিমধ্যে চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না। এবার ব়্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন, তাঁরাও চাকরির পরীক্ষায় বসতে পারবে না বলে জানিয়ে দিল আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal