Breaking News

পুলিশের উর্দি চুরি করে ওই পোশাকে তোলাবাজির অভিযোগ!কসবায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার নীরজ সিং

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার কসবা এলাকায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ তিনি কনস্টেবলের ইউনিফর্ম পরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ১০০ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, কসবা থানার অন্তর্গত এলাকায় এক ব্যক্তি পুলিশ পরিচয়ে টাকা দাবি করছেন।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার স্থানীয় বাসিন্দারা ১০০ নম্বরে ফোন করেন। তাঁরা জানান, ওই এলাকায় কনস্টেবলের উর্দি পরে এক সিভিক ভলান্টিয়ার তোলাবাজি করছেন। সেই অনুযায়ী পুলিশ ওই এলাকায় হানা দেয়। নীরজ সিং নামে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়। জানা গিয়েছে, ধৃত প্রগতি ময়দান থানায় কর্মরত। আটক করার সময় মদ্যপ ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। ধৃতের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও সন্দেহের সৃষ্টি করে।পুলিশ প্রশাসন এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *