Breaking News

ডেডলাইন সোমবার!চাকরিহারা শিক্ষকদের হুঁশিয়ারি, সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন চাকরিহারা শিক্ষকরা। আজ, শনিবার একদম সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। ইমেল করা থেকে শুরু করে চিঠি লিখেও মেলেনি শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ। আগামী সোমবার দিনের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করার দাবি তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। সেটা না হলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তাই দিয়েছেন তাঁরা।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলে নেন চাকরিহারা শিক্ষকরা। সেন্ট্রাল পার্ক লাগোয়া বইমেলা প্রাঙ্গণ চত্বরে নতুন করে অবস্থান শুরু করা হবে। এই আন্দোলনের পথ থেকে কোনওভাবেই তাঁরা সরে আসবেন না বলে আজ স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন। আর চাকরি ফেরানোর কী উপায় বের করা যায় সেটা নিয়ে সর্বদলীয় বৈঠকের বিষয়েও আবেদন জানান তাঁরা।হাই কোর্টের নির্দেশের পর শনিবার চাকরিহারারা জানান, আইনকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে উঠছে ধরনা। তাঁদের কথায়, “শুধু অবস্থানের জায়গা বদল হচ্ছে। আন্দোলন চলবে।” আইনকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত বলেই জানান তাঁরা। চাকরিহারারা আরও জানান, সব সাংসদকে চিঠি দিয়ে তাঁদের সমস্যার কথা জানাবেন।আগামী সোমবার দিনের মধ্যে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তোলার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসার কথা জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *