দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রবল দেনায় ডুবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ট্যাংরা দে পরিবার| পরে বাড়ি থেকে উদ্ধার হয় দুই মহিলা ও এক নাবালিকার দেহ৷ রাস্তায় গাড়িতে আহত অবস্থায় উদ্ধার হয়েছিল বাড়ির তিন পুরুষ | ট্যাংরার ঘটনায় চলতি সপ্তাহেই চার্জশিট ফাইল করতে চলেছে ট্যাংরা থানার পুলিশ| শিয়ালদহ আদালতে দাখিল করা হবে চার্জশিট |ট্যাংরার অভিজাত দে পরিবারের বড় ছেলে প্রণয় দে-র নাবালক ছেলে আহত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি থাকাকালীনই তার বয়ান নেন পুলিশ আধিকারিকরা। সেটিই সাক্ষীর বয়ান হিসাবে চার্জশিটে যুক্ত করতে চায় পুলিশ। সেই ক্ষেত্রে বাবা প্রণয় দে ও কাকা প্রসূন দে-র বিরুদ্ধে সাক্ষী হতে পারে পরিবারের ওই নাবালক ছেলেটিই। এছাড়াও দে পরিবারের চামড়ার কারখানার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও কয়েকজন আত্মীয়পরিজন এই মামলার সাক্ষী হচ্ছেন বলে পুলিশ সূত্রের খবর।গত ফেব্রুয়ারি মাসে দে পরিবারের দুই পুত্রবধূ ও নাবালিকার দেহ উদ্ধার হয় বাড়িতে| ৪ মার্চ দে পরিবারের ছোট ছেলে প্রসূন দে গ্রেফতার হন| চলতি মাসে গ্রেফতার করা হয় বড় ছেলে প্রণয়কেও| গ্রেফতারির ৯০ দিনের মধ্যেই চার্জশিট জমা করতে চলেছে পুলিশ|গত ১৯ ফেব্রুয়ারি রাত ৩টের পরে অভিষিক্তা মোড়ের কাছে একটি স্তম্ভে ধাক্কা খেয়েছিল প্রসূনদের গাড়ি| প্রণয় এবং প্রসূন দাবি করেছিলেন, আত্মহত্যা করার জন্যই ওই পদক্ষেপ করেছিলেন তাঁরা| পরে বাড়িতে উদ্ধার হয় দুই ভাইয়ের স্ত্রী ও কন্যা প্রিয়ম্বদার| পুলিশি জেরার মুখে প্রসূন দাবি করেছিলেন যে, তিনি মেয়ে প্রিয়ম্বদাকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করেছিলেন|সেই সময়ে তাঁর স্ত্রী রোমি মেয়ের পা চেপে ধরেছিলেন|এছাড়া, প্রিয়ম্বদাকে খাওয়ানো হয়েছিল ঘুমের ওষুধ মেশানো পায়েসও| প্রিয়ম্বদার মৃত্যুর পর স্ত্রী এবং বৌদিকে তিনি খুন করেন |তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে , প্রসূন দাবি করেছিলেন, তিন জনকে খুনের পরে প্রসূন উপরের তলা থেকে কিশোর প্রতীপকে নিয়ে আসেন প্রিয়ম্বদার ঘরে| ওই ঘরেই প্রতীপের হাত কাটা হয় বলে তাঁর দাবি| পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পরে প্রসূন নিজের হাত কেটে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন |পুলিশের মতে, ওই নাবালককে জিজ্ঞাসা করে বহু অসঙ্গতি কেটেছে। খুনের ক্ষেত্রে তার বাবা ও কাকার ষড়যন্ত্রের তথ্যও সামনে এসেছে। তাই এই খুনের মামলার ক্ষেত্রে নাবালকের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চার্জশিটে সাক্ষীর বক্তব্য হিসাবেই পুলিশ তার বয়ান আদালতে পেশ করতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal