দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্ট যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল, সেটার পরে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন |কিন্তু সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলা দ্রুত শুনতে রাজি হল না হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, নয়া নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখনই হস্তক্ষেপ করা হবে না। এখন স্বাভাবিক ছন্দেই নয়া নিয়োগ প্রক্রিয়া চলবে। তবে তারইমধ্যে কোনওরকম অসুবিধা হলে সেই বিষয়টি শুনবে হাইকোর্ট। নাহলে আগামী মাসে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি ভট্টাচার্য।২০১৬ সালে এসএসসি-তে নিয়োগে গোটা প্যানেলটি ‘অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়ে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে ২৫ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি রাতারাতি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার, এসএসসি। জারি হয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।কিন্তু তাতে বেশ কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করে বিরোধিতা করে চাকরিপ্রার্থীদের একাংশ। তা নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা। আইনজীবী ফিরদৌস শামিম, তরুণজ্যোতি তিওয়ারিদের আবেদন ছিল, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি হোক। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে।সোমবার শুনানিতে তাঁদের সওয়াল-জবাব শেষে সেই আবেদন খারিজ করে দিলেন হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্যর মন্তব্য, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলুক। এর মধ্যে ফের কোনও অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে।
Hindustan TV Bangla Bengali News Portal