Breaking News

পরপর তিনদিন ভোরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু!কোন পথে যান চলাচল,জানাল কলকাতা পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা :- সংস্কারের কাজ হবে, তাই টানা তিনদিন ভোরবেলা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে কলকাতা পুলিশ | সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুর সংস্কার করা হবে। তাই আগামী ১৩, ১৪ এবং ১৫ জুন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সেতুতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই তিন ঘণ্টা লরির মতো ভারী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকবে। পাশাপাশি ছোট গাড়ি হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। তবে সাড়ে সাতটার পর থেকে ফের বিদ্যাসাগর সেতু দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।কলকাতা পুলিশ জানিয়েছে, হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে সেতুর সমীক্ষা ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, এই তিন দিন শহরের যান চলাচলে বিশেষ পরিকল্পনা ও ঘুরপথ চালু থাকবে।জানা গিয়েছে, জ়িরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ির বিদ্যাসাগর সেতুর দিকে আসার কথা, সেগুলি টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর তারা সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও গাড়ি নিয়ে যাওয়া যাবে। আবার জওহরলাল নেহেরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলি হেস্টিংস ক্রসিং দিয়ে বামদিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে। কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। সেগুলি রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *