নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মোবাইল ফোন চুরি করেছে এই সন্দেহের বশে এক যুবককে বেধড়ক মারধর করা হল| এমনকি তাঁর পায়ে ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ কড়েয়া থানা এলাকার ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৩৫ বছরের যুবকের ।পুলিশ ঘটনার তদন্তে নেমে চার যুবককে গ্রেফতার করেছে।মঙ্গলবার ১৩ টা নাগাদ তপসিয়া থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ এমনটাই পরিবারকে হাসপাতালের তরফে জানানো হয়েছে । তারপরেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ । নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “এই ঘটনায় এবার খুনের মামলা রুজু করা হবে । ধৃতদের জেরা করছি আমরা ৷” প্রসঙ্গত, চোর সন্দেহে মারধরের ঘটনার তদন্তে নেমে গত ১৯ তারিখ পুলিশ জাহিদ হোসেন, মনোহর হোসেন, শাহিদ আলি, এবং বিকাশ রাউথ নামে চারজন যুবককে গ্রেফতার করে । এই চার যুবকের বিরুদ্ধেই সিকান্দারকে মারধর করার অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে । মূলত গত ১৮ জুন কড়েয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । অভিযোগ, শুধুমাত্র মোবাইল ফোন চোর সন্দেহেই ওই যুবককে রাস্তায় মেলে মারধর করে একদল যুবক । তাঁর গা থেকে রক্ত বের হতে থাকে । এরপরেও যুবককে মারধর থেমে থাকেনি । অভিযুক্তরা এরপর সিকান্দারকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফের মারধর করে । সিকান্দারের পায়ে ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে দেওয়া হয় বলেও অভিযোগ । এরপরই যুবকের পা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে । সিকান্দারের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এলে ওই যুবকের দলবল সেখান থেকে চম্পট দেয় ।তারপরই সিকান্দারকে রাতে রক্তাক্ত অবস্থায় ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । এরপরেই তাঁকে গত ১৯ তারিখ রাতে নিয়ে যাওয়া হয় তপসিয়া থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে । এতদিন সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবক ৷
Hindustan TV Bangla Bengali News Portal