Breaking News

বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা! কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ২ ছাত্রীকে ব়্যাগিং

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে দুই ছাত্রীকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠল ৷ অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁদের উপর তোপ দেগে হিন্দি শেখার নিদান দেওয়া হয় ৷ বলা হয়, এটা বাংলাদেশ নয় যে, বাংলায় কথা বললেই চলবে ৷ ভারতে থাকলে হিন্দি শিখতে হবে বলে নাকি চোটপাট করেন অভিযুক্তরা ৷ এই ঘটনার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজভবনে অভিযোগ জানিয়েছেন দুই ছাত্রী ৷ অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত ৷জানা যাচ্ছে, বাংলায় কথা বলার ‘অপরাধে’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে একদল হিন্দিভাষী পড়ুয়ার হাতে হেনস্থার অভিযোগ তুলেছেন দুই ছাত্রী। তাঁদের অভিযোগ, তাঁদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হয়েছে, হস্টেলের ঘর খালি করার জন্য চাপ দেওয়া হয়েছে এবং এমনকি পুলিশ কেসের ভয়ও দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার বালিগঞ্জে অবস্থিত হিরণ্ময়ী ছাত্রী হস্টেলে। ঘটনাটি ঘটে গত ২৪ জুন। অভিযোগকারী দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তাঁরা লিখিত অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, রেজিস্ট্রার, বোর্ড অফ রেসিডেন্টস, অ্যান্টি র‍্যাগিং সেল এবং রাজভবনে|দুই ছাত্রীর অভিযোগ, এগ্রিকালচারে পিএইচডি করেন এমন একজন ছাত্রীর নেতৃত্বে একদল হস্টেল আবাসিক সেদিন সন্ধ্যায় আচমকাই তাঁদের ঘরে ঢুকে পড়েন । সেখানে অকথ্য ভাষায় তাঁদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ । এরপরেই তাঁদের ওই ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় । অভিযোগ, তাঁদেরকে বলা হয়, “এটা হস্টেলের ঘর ৷ তোরা এখান থেকে বেরো ।”এর পাশাপাশি পড়াশোনার বিষয়েও তাঁদেরকে নানা অকথ্য ভাষার সম্মুখীন হতে হয়েছে বলে জানান ওই দুই ছাত্রী । তাঁদের বলা হয়েছে, “তোদের বিভাগের মেয়েরা চোর । অশিক্ষিত বলেই আইন পড়তে এসেছিস ।” এছাড়াও তাঁদের চরিত্রের দিকেও অভিযুক্তরা আঙুল তোলেন বলে অভিযোগ ৷অভিযোগকারিণীরা লিখেছেন, “আমরা মাতৃভাষায় পড়াশোনা করি এবং কথা বলি । সেই কারণে আমাদেরকে ওরা বলেছে, ‘ইয়ে ইন্ডিয়া হ্যায়, বাংলাদেশ নেহি । ইন্ডিয়া হ্যায়, হিন্দি শিখলে । নেহি তো ইধার সে কাহি বাহার জায়েগি তো লাথ মারকে নিকাল দেগা ।’ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘এটা ভারত, বাংলাদেশ নয় ৷ ভারতে আছো, হিন্দি শিখে নাও ৷ নয়তো এখান থেকে বাইরে কোথাও গেলে, লাথি মেরে বের করে দেবে ৷’

দুই ছাত্রী বাংলাদেশ থেকে এসেছে, এই বলে তাঁদের কটাক্ষও করা হয় বলে অভিযোগ । এমনকি তাঁদের পুলিশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ । এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানান, “অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে দেখে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *