প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে! এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশই দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। হাই কোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানতে চায়। দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। এর আগেও হাই কোর্ট এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চশিক্ষা দফতরকে নোটিশ জারি করতে হবে । কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে । কোনও রকম রিক্রিয়েশনের জন্য ওই রুম ব্যবহার করা যাবে না । ইউনিয়ন রুম খোলার জন্য জরুরি কোনও প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে । এদিন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন জানান । কারণ উচ্চশিক্ষা দফতর আগের একটি মামলায় হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে, রাজ্যের কোনও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি । ফলে স্টুডেন্টস কাউন্সিল নেই । তাই সব কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার কোনও কারণ নেই বলে যুক্তি দেন তিনি । আদালত এই বক্তব্য শোনার পর আপাতত ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal