নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আরজি কর মেডিক্যাল কলেজে ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা এবং ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে ফের পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা । আগামী ৯ অগাস্ট নির্যাতিতার মৃত্যুর এক বছর। সেই দিনই ফের রাত দখলের ডাক দিয়েছেন প্রতিবাদী চিকিৎসকরা।মশাল হাতে মিছিল করবেন কিঞ্জল-অনিকেত-দেবাশিসরা। তবে ৯ আগস্ট শুভেন্দু অধিকারীর ডাকা মিছিলে থাকছেন না তাঁরা। সাংবাদিক সম্মেলন একথা জানাল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’।৮ ও ৯ অগাস্টের মাঝে ‘রাত দখল’-এর ডাক দেওয়া হয়েছে। সেদিনই কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। এরপর রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে থাকবেন। শিল্পী থেকে নাগরিক সমাজ – সকলকে সেই মিছিল এবং কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ অগাস্ট রাখী। সেদিন সকালে রাখীবন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ানোর পরিকল্পনা রয়েছে জুনিয়র ডাক্তারদের। পরে বিকেলে আরজি কর মেডিক্যালে ফের জমায়েতে ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বার্তা, “থ্রেট কালচারের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতেই হবে। আমরা চাই শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নন, সাধারণ মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষও যেন এই প্রতিবাদে সামিল হন।”
Hindustan TV Bangla Bengali News Portal