Breaking News

আগামী সপ্তাহ থেকে জোকা ও মাঝেরহাটের মধ্যে বাড়ছে মেট্রোর সংখ্যা!পার্পল লাইনে চলবে দিনে ৭২টি ট্রেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেট্রোর পার্পল লাইনে ফের বাড়তে চলেছে ট্রেনের সংখ্যা। বর্তমানে এই লাইনে প্রতিদিন আপ ও ডাউন নিলিয়ে ৬২টি রেক চলে। সোমবার, ১৪ জুলাই থেকে জোকা থেকে মাঝেরহাটের মধ্যে প্রতিদিন ১০টি করে ট্রেন বাড়তে চলেছে। ফলে আপ ও ডাউন মিলিয়ে এই লাইনে দিনে ৭২টি ট্রেন চালানো হবে বলে ঘোষণা করেছে কলকাতা মেট্রো।এই মোট সংখ্যার মধ্যে ৩৬ টি আপ ও ৩৬ টি ডাউন পরিষেবা মিলবে । আগে ২৪ মিনিট অন্তর পাওয়া যেতে মেট্রো ৷ তার পরিবর্তে এবার থেকে প্রতি ২১ মিনিট পর পর মেট্রো পাওয়া যাবে| বর্তমানে এই রুটে সারাদিনে চালানো হয় ৬২টি পরিষেবা ৷ যার মধ্যে ৩১ আপ ও ৩১ টি ডাউন পরিষেবা । এই বর্ধিত পরিষেবা সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মিলবে । সামনের সোমবার থেকে পার্পল লাইনের জোকা–মাঝেরহাট অংশে ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে। শুক্রবার বিকেলে কলকাতা মেট্রোর পক্ষ থেকে এমন ঘোষণার জানানো হয়েছে ওই দিন থেকে এই লাইনে মাঝেরহাট থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ৫৭ মিনিটে ছাড়বে। জোকা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল আটটায়।দিনের শেষ ট্রেনটি দুই স্টেশন থেকেই রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে। শেষ ট্রেন গন্তব্যে পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে। তার পর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। এখন লাইন বন্ধ হয় রাত ৮টা ১৭ মিনিটে। তবে আগের নিয়মের মতো এই রুটে শনিবার এবং রবিবার পরিষেবা বন্ধ থাকবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *