প্রসেনজিৎ ধর, কলকাতা :- নির্ধারিত ভাড়ার বেশি টাকা চেয়েছিলেন অ্যাপ ক্যাবচালক। মহিলা যাত্রী সেই অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেছিলেন। সেজন্য চালক ওই যাত্রীকে মারধর করেন বলে অভিযোগ। পরে ওই মহিলা যাত্রী পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালক শাহবাজ আলিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বৃষ্টিভেজা শহরের একাধিক রাস্তায় জল জমে । তার ফলে ট্র্যাফিকের গতিও সকাল থেকেই ছিল শ্লথ । এই অবস্থায় মহিলা যাত্রীকে গন্তব্যে নিয়ে গিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেন চালক ৷ তবে বেশি ভাড়া দিতে চাননি মহিলা যাত্রী । তার জন্য যে তাঁকে এতটা ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি ।অভিযোগ, বেশি ভাড়া দিতে অস্বীকার করলে গাড়ি থামিয়ে মহিলাকে প্রথমে গাড়ি থেকে নামিয়ে দেন ক্যাব চালক । এর পরে তিনি মহিলা যাত্রীকে কিল, ঘুষি এমনকি পেটে লাথিও মারেন বলে অভিযোগ । সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন মহিলা । ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করে ।পুলিশ সূত্রে খবর, কলকাতা সংলগ্ন সল্টলেকে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, তিনি বাগুইআটি থেকে ক্যাব বুক করেছিলেন । তাঁর গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক । অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর পর থেকেই তাঁর কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক । বেশি ভাড়া চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ঝড়-বৃষ্টির ফলে তাঁর গাড়ির ক্ষতি হয়েছে । রাস্তা খানাখন্দে ভরা । এছাড়াও সকাল থেকেই বৃষ্টি হওয়ায় সল্টলেক অফিস পাড়া চত্বরে তীব্র যানজটও ছিল । সে জন্যই অ্যাপে দেখানো ভাড়ার পরিবর্তে অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে জানান তিনি ।তবে অতিরিক্ত ভাড়া দিতে রাজি হননি মহিলা যাত্রী । আর তা দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় । মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল, তা দিয়ে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাঁকে হেনস্তা করেন চালক । তিনি মহিলার হাত মুচড়ে দেন ও পেটে লাথিও মারেন বলে অভিযোগ । ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা ।পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ওই চালকের খোঁজ শুরু করে। চালক শাহবাজ আলির বাড়ি নারায়ণপুর এলাকার বাসিন্দা। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ ওই চালকের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal