দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতায় ফের আগুন। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে বুধবার দুপুরে আগুন লাগে।বুধবার দুপুর ৩টে নাগাদ ইএম বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের পিছন দিকে থাকা প্লাস্টিক গোডাউনে আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ঘটনায় কোনও হাতহতের খবর এখনও নেই।স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ প্রগতি ময়দান দমকল স্টেশন থেকে প্রথমে চারটি ইঞ্জিন ও পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা ৷ পরবর্তী সময়ে জায়গাটিকে ঠান্ডা করা বা কুলিং প্রসেস চলে ৷ দমকল আধিকারিকদের অনুমান, প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকাতেই যত বিপত্তি ৷ সেখানে কোনও ভাবে আগুন লেগে যায় ৷ আর তা প্লাস্টিকের কারণে ছড়িয়ে পড়ে ৷ তবে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷তবে, এই ঘটনায় ঝুপড়িতে বসবাসকারী বহু মানুষ ঘরছাড়া হয়েছেন ৷ বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে অনেককে ৷ রীতিমতো দিশেহারা অবস্থা পুড়ে যাওয়া ঝুপড়ির মানুষজনের ৷ ঘরের আসবাবপত্র, জামাকাপড়-সহ অধিকাংশ জিনিস পুড়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা ৷
Hindustan TV Bangla Bengali News Portal