নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসেই দালালচক্রের মাধ্যমে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নেয় বাংলাদেশি যুবতী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকদের হাতে গ্রেফতার হল বাংলাদেশের বিমান সংস্থার প্রাক্তন কর্মী ওই যুবতী।পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি যুবতীর নাম শান্তা পাল। বাংলাদেশের একটি বিমান সংস্থার ‘ক্রু’ ছিল শান্তা। সেই সূত্রে কলকাতা-সহ বিভিন্ন দেশে যাতায়াতও করত। কয়েক মাস আগে শান্তা বৈধ পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে কলকাতায় আসে। পার্ক স্ট্রিট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। পুলিশের ধারণা, ওই বিমান সংস্থায় চাকরি ছিল না যুবতীর। বাংলাদেশ থেকে সে বিদেশেও যেতে পারছিল না। তাই নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে। কলকাতা থেকে পাসপোর্ট তৈরির ছক কষে সে। পার্ক স্ট্রিটের ওই ঠিকানায় দালালচক্রের হাত ধরে রেশন কার্ড তৈরি করে।জানা গেছে, ওই মহিলার বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল। দীর্ঘ তল্লাশির পর তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক নথিপত্র। যার মধ্যে রয়েছে বাংলাদেশের একাধিক পাসপোর্ট (তাঁরই নামে), বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজের কর্মী পরিচয়পত্র, ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ্যাডমিট কার্ড এবং ভারতের বিভিন্ন ঠিকানাভিত্তিক আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।এই বিপুল পরিমাণ নথি উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নথিগুলি ভুয়ো এবং অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশ— দুই দেশের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনি কার্যকলাপে যুক্ত থাকতে পারেন। তদন্তকারীদের একাংশের আশঙ্কা, এই ধরনের নথিপত্র জালিয়াতির সঙ্গে বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, নথিগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কীভাবে এই সমস্ত ভারতীয় নথিপত্র তিনি পেয়েছেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানার জন্য তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থাও |
Hindustan TV Bangla Bengali News Portal