প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিলেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।আগামী ৭ আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিন মাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। এদিন ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট ফলাফল প্রকাশিত হবে।সাংবাদিক বৈঠকে এদিন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। তবে এরই মধ্যে OBC সংক্রান্ত মামলা ইস্যুতে এই প্রক্রিয়া থমকে পড়ে। তবে এবার খোদ সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি নিয়ে জটিলতা মিটে যাওয়ায় সমস্যাও মিটেছে।শীর্ষ আদালত থেকে এই ব্যাপারে জটিলতা কাটায় পরীক্ষার ফল ঘোষণার ব্যাপারে তৎপরতা নিতে শুরু করে জয়েন্ট বোর্ড। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের আলোচনা হয়। সেই সব আলোচনার পরেই এবার পরীক্ষার ফলপ্রকাশের দিন জানিয়ে দিয়েছে জয়েন্ট বোর্ড।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পড়ুয়াদের তাঁদের জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ২ অগাস্ট পর্যন্ত পড়ুয়ারা নির্দিষ্ট ওয়েবসাইটে জাতিগত শংসাপত্র আপলোড করার সুযোগ পাবেন।
Hindustan TV Bangla Bengali News Portal