দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শহরে ফের অগ্নিকাণ্ড। বন্ডেল গেটের কাছে একটি ওষুধ সংস্থার ওষুধ কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন |শনিবার বিকেলে আগুন লাগল বন্ডেল গেটের কাছে অবস্থিত ‘দে’জ মেডিকেল’-এর ওষুধ উৎপাদনকারী কারখানায়। মুহূর্তে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠে। প্রাথমিকভাবে চারটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামলেও, আগুনের তীব্রতা দেখে পরে আরও ছ’টি ইঞ্জিন পাঠানো হয়। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যান দমকল কর্মীরা।দমকল সূত্রের খবর, এই কারখানাটি ওষুধ তৈরির কেন্দ্র হওয়ায় সেখানে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল শুরু থেকেই। রাসায়নিক মজুত থাকায় বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় ভিতরে ওয়েলডিংয়ের কাজ চলছিল। এক শ্রমিক জানান, ওই সময় ওয়েলডিংয়ের কাজ বন্ধ করে শ্রমিকরা বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায়। ঠিক কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার মূল কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে দমকলের অনুমান, কারখানার রিপেয়ারিং চলাকালীন ওয়েলডিং থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal