দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি। বৃহস্পতিবার দুপুরে এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ১ নম্বর বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।বৃহস্পতিবার দুপুরে কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িটি আচমকা ভেঙে পড়ে। প্রাথমিক অনুমান, লাগাতার বৃষ্টির জেরে পুরনো বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাড়িটির পরিকাঠামো দুর্বল হয়ে পড়ে। অনুমান, তাতেই ভেঙে পড়ে বাড়িটির একাংশ।বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তারা। তবে আঘাত গুরুত্বর নয় বলেই খবর।এদিকে ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছে পুরসভার আধিকারিকরা। এলাকাটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে এই বিপত্তি। স্থানীয়দের দাবি, বারবার পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, গত কয়েক দিনে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
Hindustan TV Bangla Bengali News Portal