Breaking News

ফের রাত দখলে জাগল কলকাতা-জেলা!আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে জমায়েত

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এক বছর আগে ১৪ অগস্ট রাতে পথে নেমেছিল গোটা কলকাতা। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে বৃহস্পতিবার আবার ‘রাতদখল’ হচ্ছে। কলকাতা তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তেও বিচারের দাবিতে পথে নামতে শুরু করেছেন মানুষ।স্বাধীনতার আগের রাতেই ফের রাত দখলের সাক্ষী কলকাতা। শ্যামবাজার থেকে অশোকনগর, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাত জাগছে, কলকাতার সঙ্গে জেলাও। জেলার বিভিন্ন প্রান্তে সন্ধে গড়াতেই অভয়ার বিচারের দাবিতে ফের পথে নামতে শুরু করেছেন হাজারো পুরুষ-মহিলা, ছাত্রছাত্রী। ঠিক যেমনটা দেখেছিল কলকাতা একবছর আগে।রাসবিহারীর মোড়েও রাতদখলের কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। আন্দোলনকারী অন্য জুনিয়র ডাক্তারেরাও রাসবিহারীতে রয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রাতদখল কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মূলত ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন। অভিযোগ, তাতে বাধা দেওয়া হয়েছে। অভয়ামঞ্চের দাবি, সোনারপুরে তাদের মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। তারস্বরে মাইক বাজিয়ে কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। শ্রীরামপুরেও রাতদখল চলছে। জাতীয় পতাকা এবং ব্যানার হাতে অনেকে পথে নেমেছেন। আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে ব্যানার ধরেছেন তাঁরা। মিছিলে হাঁটছেন।উপনির্বাচনের ফলপ্রকাশের দিন নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয় ন’বছরের তমন্না খাতুনের। তৃণমূলের বিজয়মিছিল থেকে তার দিকে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেই তমন্নার মা আরজি করের ঘটনার বিচারের দাবিতে রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছেন। শ্যামবাজারের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *