দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ মেট্রো লাইন। কিন্তু কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আপাতত প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ।সোমবার থেকেই ব্লু লাইনে কয়েকটি পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। জানানো হয়নি পরিবর্তিত সূচিও। অর্থাৎ, কোন মেট্রোগুলি টালিগঞ্জ পর্যন্ত চলছে, সেই ব্যাপারে কোনও সূচি নেই মেট্রো রেলের। কেন ব্লু লাইনে কিছু মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে? বর্তমানে ব্লু লাইনে মেট্রো শাখার ডাউন লাইনের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বিঘ্নিতও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।আশঙ্কার কারণ, শহিদ ক্ষুদিরাম স্টেশনে কবি সুভাষের মতো প্রান্তিক স্টেশনের উপযোগী অনেক ব্যবস্থা নেই। এত দিন কবি সুভাষ স্টেশনে যাত্রীদের ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে সেই মেট্রোই আবার একটু এগিয়ে লাইন পরিবর্তন করে আপ প্ল্যাটফর্মে এসে দমদম-দক্ষিণেশ্বরের দিকে রওনা দিত। আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের এই ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে নেই। প্রথমে মেট্রো রেলের তরফে জানানো হয়েছিল, লাইন পরিবর্তন করে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চালাতে কোনও অসুবিধা হবে না! কিন্তু মাসখানেক যেতে না যেতে সেই সমস্যাই প্রকট হয়ে উঠেছে। চিন্তায় ফেলেছে মেট্রো কর্তৃপক্ষকে |যাত্রীদের একাংশের বক্তব্য, হঠাৎ করেই কোনও তথ্য না দিয়ে পরিষেবা সংক্ষিপ্ত করায় তাঁরা নাজেহাল। টালিগঞ্জে নেমে আবার অন্য ট্রেন ধরতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে বেশি সময়।
Hindustan TV Bangla Bengali News Portal