দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ শেষ করতে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে চা-চক্রে মিলিত হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বুধবারের শুনানিতে রাজ্য সরকারের পাশাপাশি কলকাতা পুলিশ, আরভিএনএল, মেট্রো কর্তৃপক্ষ এবং কেএমডিএ-কে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে বলল আদালত ৷ কবে এই আলোচনা হবে তা বৃহস্পতিবার বেলা ২টোর মধ্যে জানাতে হবে আদালতকে ৷চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের ওই কাজ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। বুধবার হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে ওই মামলাটি শুনানির জন্য ওঠে। আরভিএনএল-এর তরফে আদালতে জানানো হয়, সপ্তাহান্তে তিন দিন সন্ধ্যা থেকে রাতের দিকে ১২ ঘণ্টা করে কাজ করার সময় দিতে হবে। তিন দিন ১২ ঘণ্টা করে সময় পাওয়া গেলে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। আদালত জানিয়েছে, এই সংক্রান্ত জট কাটাতে সংশ্লিষ্ট পক্ষগুলিকে আলোচনায় বসতে হবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জনগণের স্বার্থের কথা ভেবে ওই বৈঠক করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে। বৈঠক কবে হবে, তা আগামিকাল (বৃহস্পতিবার) জানাতে হবে আদালতে।চিংড়িঘাটার গৌরকিশোর ঘোষ স্টেশন কলকাতা মেট্রোর ওরেঞ্জ লাইনের অংশ ৷ সম্প্রতি কলকাতা সফরে এসে বাকি দুটি লাইনের সঙ্গে ওরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই লাইনে এখন কবি সুভাষ স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত চালু আছে ৷ লাইনের কাজ শেষ হয়ে গেলে সরাসরি নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলে যাওয়া যাবে ৷ সেটা হলে কলকাতা মেট্রোর দীর্ঘতম রুট হবে ওরেঞ্জ লাইন ৷ উপকৃত হবেন বহু মানুষ ৷
Hindustan TV Bangla Bengali News Portal