Breaking News

ফরাসি শিল্পীর তুলির টান!হাতিবাগান সর্বজনীনে ‘অথঃ ঘাট কথা’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার দুর্গাপুজোয় প্রতিটি কমিটি দর্শকদের মন জয় করতে নানা চমক নিয়ে হাজির হয় । তেমনই করতে চলেছে এবার হাতিবাগান সর্বজনীন দুর্গাৎসব কমিটি । থমাস হেনরিয়ট কলকাতায় এই বছর একমাত্র বিদেশি শিল্পী, যিনি হাতিবাগান সর্বজনীনের পুজোর মণ্ডপ সাজিয়ে তোলার কাজ করবেন ।থমাস হেনরিয়ট ১৯৮০ সালে ফ্রান্সের ব্যাসঁসোঁতে জন্মগ্রহণ করেন ৷ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে থেকেছেন তিনি ৷ কখনও মার্সেই, কখনও হাভানা, আবার একসময়ে কিউবার মতো জায়গায় তাঁর বাস ছিল । শিল্পী হিসেবে চিনা কালি ও তুলির টানে একের পর এক ছবি ফুটিয়ে তোলেন থমাস । তাঁর কর্মশৈলী জিয়ান একাডেমি অফ ফাইন আর্টসে সংরক্ষিত আছে । ভারতের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে ৷ তিনি বারাণসীর ঘাটে মাসের পর মাস কাটিয়েছেন । উত্তর কলকাতার বেশ কয়েকটি ঘাটেও দিনরাত যাপন করেছেন থমাস । নাওয়া-খাওয়া ছেড়ে ঘাটেই দীর্ঘ সময় থেকেছেন কেবল শিল্পকর্ম চালিয়ে যাওয়ার লক্ষ্যে । একাধারে তিনি চিত্রশিল্পী, অন্যদিকে তিনি ভ্রমণকাহিনী লেখকও বটে । আর সেই উদ্দেশ্যে বেইরুট থেকে রিও দি জেনিরো, নিউইয়র্ক থেকে কলকাতা ঘুরে বেড়িয়েছেন তিনি ৷ নানা জায়গায় দীর্ঘ সময় কাটিয়েছেন শিল্পের টানে । একাধিক আর্ট ফেস্টে অংশ নিয়েছেন থমাস । বিভিন্ন সময় বিভিন্ন ছবি ও কর্মশৈলীর জন্য মিলেছে সম্মানও ।এবার পুজোয় বাংলায় একমাত্র ফরাসি শিল্পী থমাস হেনরিয়ট সাজাচ্ছেন ‘অথঃ ঘাট কথা’। ৯১তম বছরে উত্তরের এই পুজোর থিম এটাই। যেখানে থমাসের হাতে আঁকা একটি ছোট্ট ক‌্যানভাসের ছবি বদলে যাচ্ছে ২২ ফুট বাই ৪ ফুটের পেল্লায় এক ফ্রেমে। থমাস জানিয়েছেন, হাতে আঁকা সেই ছবি কাপড়ের কাজে রূপান্তরিত করা হচ্ছে। সেজন‌্য ব‌্যবহৃত হচ্ছে বিশ হাজার সোনালি সুতো। সুতোর কাজেই সেখানে ফুটে উঠবে ঘাটের অনুষঙ্গ। উত্থিত হবে শহর কলকাতার ঘাটের আখ্যান।
হাতিবাগান সর্বজনীনের কর্মকর্তা শাশ্বত বসুর কথায়, ”দেশের উৎসবে সৃজনশীলতা বলতেই সবার আগে নাম আসে কলকাতার। শিল্পসংস্কৃতির সর্বোচ্চ ছোঁয়া দেখা যায় শহর কলকাতার দুর্গাপুজোয়। প‌্যারিস আর্ট ফেস্টিভ‌্যালে যে শিল্পীর ছবি প্রদর্শিত হয় তিনিই এবার হাতিবাগান সর্বজনীনে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *